টেক নিউজসর্বশেষ

গ্রামীণফোনের খারাপ সময়েও নিট মুনাফা ৭৪৭ কোটি টাকা

Pickynews24

চলতি বছরের প্রথম ৯ মাসে ১১ হাজার ৮৪৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেশি। তৃতীয় প্রান্তিকে ৭.৬১ লাখ নতুন গ্রাহক গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হয়েছেন, ফলে বছরের প্রথম ৯ মাস শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ। গ্রামীণফোনের মোট গ্রাহকের মধ্যে ৪ কোটি ৭৫ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করেন।

বুধবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অপারেটরটির চলতি বছরের প্রথম ৯ মাসের আর্থিক বিবরণী প্রকাশিত হয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। সহজ ডেটা পোর্টফোলিও, পারসোনালাইজড অফার ও অত্যাধুনিক ডিজিটাল সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের নানা ধরনের চাহিদা পূরণে ধারাবাহিকভাবে গুরুত্বারোপ করেছি। যে কারণে আমাদের গ্রাহকদের ডাটা ব্যবহার বৃদ্ধি পেয়েছে।’

গ্রামীণফোন লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার বলেন, ‘তৃতীয় প্রান্তিকে বছরপ্রতি ৫.৭ শতাংশ ইবিআইটিডিএ প্রবৃদ্ধি হয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতিসহ সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্যে ৬১.৯ শতাংশ শক্তিশালী ইবিআইটিডিএ মার্জিন বজায় রাখা সম্ভব হয়েছে। ১৮.২ শতাংশ মার্জিন নিয়ে তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৪৭ কোটি টাকা।’

উল্লেখ্য, গ্রামীণফোন ৯৭.৯ শতাংশ মানুষকে ফোরজি সেবা দিচ্ছে। চলতি বছরের প্রথম ৯ মাসে গ্রামীণফোন কর, ভ্যাট, ডিউটি, লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ ফি প্রভৃতি বাবদ ৯ হাজার ৫১৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

Related posts

মাশরাফির কমিটিতে সাকিব ছাড়াও আছেন যেসব তারকা

Samar Khan

সপ্তাহে কত দিন শ্যাম্পু করবেন ?

Suborna Islam

দারাজে পাওয়া যাচ্ছে ১০,৪৯৯ টাকায় নতুন স্মার্টফোন

Rubaiya Tasnim

Leave a Comment