ইসলাম ধর্ম

ইসলামে সাজসজ্জার অংশ হিসেবে নেইলপলিশ ব্যবহার করা জায়েজ কি?

Pickynews24

ইসলামে সাজসজ্জার অংশ হিসেবে নেইলপলিশ ব্যবহার করা জায়েজ। তবে নেইলপলিশ যদি নখের ওপর এমন প্রলেপ তৈরি করে যা পানির জন্য প্রতিবন্ধক হয়, মূল চামড়ায় বা নখে পানি না পৌঁছে, তাহলে নেইলপলিশ লাগানো অবস্থায় অজু শুদ্ধ হবে না। অজু শুদ্ধ না হলে নামাজও হবে না। নামাজ পড়ার জন্য নেইলপলিশ রিমুভ করে অজু করতে হবে।

কেউ যদি অজু করে নেইলপলিশ লাগায়, তাহলে যতোক্ষণ অজু থাকবে, ততোক্ষণ নেইলপলিশ লাগানো অবস্থায় নামাজ পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই।

মেহেদির মতো যেসব রঙ চামড়া বা নখের ওপর পানির জন্য প্রতিবন্ধক আলাদা প্রলেপ তৈরি করে না, ওই সব রঙ লাগানো অবস্থায় অজু শুদ্ধ হবে। সুযোগ থাকলে সাজসজ্জায় এ রকম রঙই ব্যবহার করা উচিত, তাহলে অজুর জন্য বার বার ওঠানোর ঝামেলা করতে হবে না। কোনো কারণে নেইলপলিশ রিমুভ করার সময় সুযোগ না পাওয়া গেলে নামাজ ছুটে যাওয়ার আশংকাও থাকবে না।

Related posts

জুমার দিন আসরের পর আল্লাহর কাছে দোয়ায় মশগুল থাকা উচিত

Asma Akter

নামাজের সময়সূচি: ১১ মে ২০২৪

Asma Akter

দুজন ব্যক্তিকে ঈর্ষা করা যায়

Asma Akter

Leave a Comment