বিনোদনসর্বশেষ

চ্যান্ডলার বিং আর হাসাবে না

২০০২ সালে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, ‘আমি খ্যাতির পাগল ছিলাম। আপনি যখন মনোযোগ চান, টাকা চান, রেস্তোরাঁর সেরা আসন চান—এর প্রতিক্রিয়া কী হবে ভাবেন না। আমিও ভাবিনি।’ বিখ্যাত ম্যাথিউ পেরি ঠিকই হয়েছিলেন। মাত্র ২৪ বছর বয়সে সুযোগ পেয়েছিলেন টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’-এ। কে জানত, এই একটি সিরিজই তাঁকে সারা দুনিয়ার ভক্তদের কাছে অমর করে রাখবে। ছিলেন কৌতুকশিল্পী। পর্দায় তাঁর কমিক টাইমিংয়ের সুখ্যাতি করেন দুঁদে অভিনয়শিল্পীরাও। তবে ভক্তদের বিষণ্ন করে চলে গেলেন এই কৌতুক অভিনেতা। ২৮ অক্টোবর মাত্র ৫৪ বছর বয়সেই থেমে গেছে পেরির পথচলা।

১৯৬৯ সালের ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটে জন্মেছিলেন ম্যাথিউ পেরি। মা সুজানে পেরি ছিলেন কানাডীয় সাংবাদিক, কাজ করতেন তখনকার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর তথ্যসচিব হিসেবে। বাবা জন বেনেট পেরি ছিলেন মার্কিন মডেল, অভিনেতা। পেরির প্রথম জন্মদিনের আগেই তাঁর বাবা–মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ছোট্ট পেরি মায়ের সঙ্গে থেকে যান কানাডায়। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রাথমিক স্কুলে পেরির সহপাঠী ছিলেন।

Related posts

বকশিস দিলেন ৮ লাখ, ৮৫৫ টাকার স্যান্ডউইচ খেয়ে!

Mehedi Hasan

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা মারা গেছে

Asma Akter

গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত প্রায় ২০০

Suborna Islam

Leave a Comment