চাকরির খবরসর্বশেষ

সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন স্কেল ৩৬,০০০-৫১,০৫০

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (একাডেমিক উইং অব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব বিভাগে সহকারী পরিচালক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
যোগ্যতা:
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৫–এর স্কেল ৩ বা ৪–এর স্কেল ২.৫) স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি। অথবা সিএ ইন্টারমিডিয়েট বা আইসিএমএ বা সমমানের যোগ্যতাসহ কোনো সরকারি/বেসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/আর্থিক প্রতিষ্ঠান/শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আইটি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন স্কেল: ৩৬,০০০–৫১,০৫০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বিএএসএম, জীবন বীমা টাওয়ার (১৫তম তলা), ১০ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৩

Related posts

গুঞ্জন সত্য, রণবীর কাপুরের বাবা হচ্ছেন রণবীর সিং

Suborna Islam

বিশ্বে একটি দেশ আছে যেখানে স্ত্রীর ছবি দেওয়ালে টাঙিয়ে রাখাটা রীতি।

Asma Akter

সুপারশপে গরুর মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়!

Megh Bristy

Leave a Comment