তথ্যপ্রযুক্তিসর্বশেষ

যা হবে গুগল অ্যাকাউন্টের ফ্রি স্টোরেজ শেষ হওয়ার পর

Pickynews24

ফ্রি স্টোরেজ শেষ হলে গ্রাহক যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা তুলে ধরা হল–

প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়

১. নতুন ফাইল ও ইমেজ গুগল ড্রাইভে আপলোড করা যাবে না।

২. ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করা যাবে না।

৩. জিমেইলে নতুন কোনো ইমেইল আসবে ও কোন ইমেইল পাঠানোও যাবে না।

৪. গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডের মত সহযোগী অ্যাপগুলোতে নতুন ফাইল তৈরি করা যাবে না।

৫. নতুন রেকর্ডার ফাইলও ব্যাকআপ করা যাবে না।

৬. এই স্টোরেজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে গ্রাহক যদি নতুন স্টোরেজ না কিনে বা অ্যাকাউন্টের কিছু স্টোরেজ খালি না করে তাহলে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভের (গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডসহ) সব কনটেন্ট ডিলিট হয়ে যাবে।

 

গুগলের স্টোরেজ বাড়াতে প্রতি মাসে ১০০ জিবির জন্য ১৫০ টাকা, ২০০ জিবির জন্য ২৫০ টাকা ও ২ টিবি স্টোরেজের জন্য ৮০০ টাকা খরচ করবে হবে।

Related posts

ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা বেড়ে ১৮,৬০০

Suborna Islam

মারা গেলেন অভিনেতা ওয়ালিউল হক রুমি !

Megh Bristy

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত তম? 

Megh Bristy

Leave a Comment