ঢাকার খবরবাংলাদেশেসর্বশেষ

শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলের বিশেষ সার্ভিস

MetroRail-pickynews24

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ সার্ভিস চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। শুক্রবার ছাড়া প্রতিদিন সকালে বিশেষ দুটি ট্রেন উত্তরা থেকে ছেড়ে যাবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) এমআরটি লাইন-৬ উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে।

বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল শিক্ষার্থী ও শিক্ষকরা ছাড়াও এমআরটি পাস (১০ বছর মেয়াদি কার্ড) ও র‍্যাপিড পাস ব্যবহার করে এতে ভ্রমণ করা যাবে।

এছাড়া সকাল সাড়ে ৭টা থেকে স্বাভাবিক নিয়মে ছেড়ে আসা মেট্রো ট্রেন আগের মতোই চলাচল করবে।

উল্লেখ্য, গত শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের ট্রেন চলাচল আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর পরদিন অর্থাৎ ৫ নভেম্বর থেকে এই রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়।

Related posts

এ বছর যারা যারা একুশে পদক পেলেন

Megh Bristy

বাংলাদেশি তরুণদের ফেলোশিপ দিচ্ছে অক্সফাম, মেয়াদ ৬ মাস

Suborna Islam

‘এখান থেকে ৪-৫টি ম্যাচ আমরা জিততেও পারি’

Samar Khan

Leave a Comment