ইসলাম ধর্ম

নবিজির (সা.) খুতবায় বললেন তোমরা জুলুম থেকে বেঁচে থাক;

Pickynews24

আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) একদিন খুতবা দিতে দাঁড়িয়ে বললেন,

إياكم والظلم فان الظلم ظلمات يوم القيامة وإياكم والفحش والتفحش وإياكم والشح فانما هلك من كان قبلكم بالشح أمرهم بالقطيعة فقطعوا وأمرهم بالبخل فبخلوا وأمرهم بالفجور ففجروا
তোমরা জুলুম থেকে বেঁচে থাক; জুলুম কেয়ামতের দিন অন্ধকারের মতো গ্রাস করবে। তোমরা অশ্লীলতা ও থেকে বেঁচে থাক। তোমরা দুনিয়ার সম্পদের লোভ থেকে বেঁচে থাক। লোভের কারণে তোমাদের আগে অনেকে ধ্বংস হয়েছে। লোভ তাদের প্ররোচিত করেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, কৃপণতা করতে, পাপাচারে লিপ্ত হতে, তারা তাই করেছে।

এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসুল! কোন ইসলাম শ্রেষ্ঠ?

রাসুল (সা.) বললেন,
ان يسلم المسلمون من لسانك ويدك
শ্রেষ্ঠ ইসলাম হলো তোমার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে।

ওই ব্যক্তি অথবা অন্য কেউ বললো, হে আল্লাহর রাসুল! কোন হিজরত শ্রেষ্ঠ?

রাসুল (সা.) বললেন,
ان تهجر ما كره ربك
শ্রেষ্ঠ হিজরত হলো তোমার রব যা অপছন্দ করেন তা থেকে ‍তুমি হিজরত করবে বা তা ত্যাগ করবে।

Related posts

নামাজের সময়সূচি: ২৭ এপ্রিল ২০২৪

Asma Akter

নামাজের সময়সূচি: ২২ অক্টোবর ২০২৩

Asma Akter

হজে যাওয়ার আগে করণীয়

Asma Akter

Leave a Comment