আন্তর্জাতিকআবহাওয়াবিশ্বসর্বশেষ

পাকিস্তানে বিষাক্ত ধোঁয়াশা, অসুস্থ হচেছন হাজারো মানুষ

Pakistan _air_pollution-pickynews24

 

পাকিস্তানের পূর্বাঞ্চলে বিষাক্ত ধোঁয়াশার কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। স্থ্যঝুঁকি এড়াতে কয়েক দিনের জন্য কয়েকটি শহরের স্কুল, অফিস, শপিং মল ও পার্ক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে ধোঁয়াশা বিপজ্জনক মাত্রায় বেড়েছে। লাহোরসহ তিনটি শহরের স্কুল, অফিস, শপিং মল ও পার্ক আগামীকাল রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার।

 

কয়েক দিন ধরে লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০ অবধি পৌঁছেছে। সাধারণত ১০০ বা এর নিচের মাত্রাকে সন্তোষজনক বলে মনে করা হয়। লাহোরের কয়েকজন বাসিন্দা বিবিসিকে বলেছেন যে বিষাক্ত পরিবেশ তাঁদের নিত্যদিনের ব্যাপার। এটি তাঁদের স্বাস্থ্য ও দৈনন্দিন কাজকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

Related posts

সৌদিতে স্কুল বন্ধ,ভারী বৃষ্টিতে পানিতে ভেসে গেছে রাস্তা

Megh Bristy

২৩ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Megh Bristy

জেনে নিন, কীভাবে প্রিয়জনের মন ভালো করবেন

Asma Akter

Leave a Comment