খেলাবিশেষ সংবাদসর্বশেষ

তবে কি ধারাভাষ্যকার হয়ে ফিরবেন তামিম!

tamim_iqbal-pickynews24

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ২০২১ সালেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। মূলত তরুণদের জায়গা করে দিতে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ২০২৪ বিশ্বকাপে ধারাভাষ্যকার হয়ে ফেরার ইচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল।

শুক্রবার একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে তামিম বলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।’

কমেন্ট্রি বক্সে তামিমের অবশ্য পূর্বের অভিজ্ঞতা রয়েছে। বিপিএলের একটি ম্যাচে তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছিল। মূলত সেই থেকেই সাধারণ ক্রিকেটপ্রেমীরা ধারণা পেয়েছিলেন হয়তো ধারাভাষ্যকার হিসেবে ভালো করতে পারেন তিনি।

আতহার আলী খান বাদে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অন্য কাউকে ধারাভাষ্য দিতে দেখা যায় না খুব একটা। তামিমও জানালেন যদি উপভোগ করেন হয়তো ভবিষ্যতে ধারাভাষ্যে নিয়মিত হবেন তিনি।

Related posts

মু’মিনের প্রতিটি কাজ আল্লাহর নাম উচ্চারণ করে শুরু করা উচিত

Asma Akter

ঢাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করা যাবে অনলাইনে

Suborna Islam

কত বছর লাগবে মেট্রোরেলের খরচ উঠাতে?

Megh Bristy

Leave a Comment