বাংলাদেশেসর্বশেষ

মিরপুরে আবার শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে আবার শ্রমিকদের সড়ক অবরোধ

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে দেখা গেছে এমন চিত্র। এর আগে, মিরপুর ১৪ ও ১৩ নম্বর সেকশনের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন।

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকরা ঘণ্টাখানেক অবস্থান করতে পারেন। পরে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়কের আশেপাশে অবস্থান নেন। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টসকর্মী বলেন, আমরা যে টাকা বেতন পাই, তাতে তো সংসার চলে না। জীবনের তাগিদে রাস্তায় নেমেছি।

পুলিশের এক কর্মকর্তা জানান, পোশাকশ্রমিকেরা সকালে মিরপুর-১৩ এলাকার সড়ক অবরোধ করলেও পরে মিরপুর-১০ নম্বর এলাকায় চলে যান।

শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি।

পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গত সপ্তাহে সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন করে যাচ্ছেন শ্রমিকেরা।

Related posts

কম্পিউটার তৈরি হচ্ছে মস্তিষ্কের কোষ দিয়ে

Rubaiya Tasnim

শাহরুখ খান রোমান্টিক সিনেমায় আর অভিনয় করবেন না

Samar Khan

জন সিনা কেন অস্কার মঞ্চে উলঙ্গ হলেন!

Megh Bristy

Leave a Comment