বাংলাদেশেবিশেষ সংবাদসর্বশেষ

আবারও এক শিশুর বিমানে করে ঢাকা যাওয়ার চেষ্টা

saidpur-pickynews24

সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মানিক মিয়া নামে ১০ বছরের এক শিশুর বিমানে করে ঢাকা যাওয়ার চেষ্টা। তাকে জিম্মায় নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ ঘটনা ঘটে।

মানিক মিয়া রংপুর মহানগরীর দেওডোবা এলাকার ইজিবাইক চালক মিঠু মিয়ার ছেলে। সে ওই এলাকার স্থানীয় হাজী তমিজ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশুটি। তারপর বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে সে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ-এর ‘এন্ট্রি গেট’ দিয়ে অন্যান্য যাত্রীর সঙ্গে কৌশলে ঢুকে পড়ে। এ সময় সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টায় ছিল।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত শিশুটির স্বজনেরা বিমানবন্দরে পৌঁছাননি। বয়স কম হওয়ায় শিশুটিকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। ঘটনার সময় রানওয়েতে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবস্থান করছিল।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর দশ বছরের এক শিশু ভিসা-পাসপোর্ট ছাড়াই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়েছিল। পরে তাকে জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ। সারা দেশে ব্যাপক আলোচিত ছিল সেই ঘটনা।

Related posts

টিভিতে দেখুন আজকের খেলা, ১২ মার্চ ২০২৪

Asma Akter

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি , ৪০ বছরেও রয়েছে আবেদনের সুযোগ

Suborna Islam

মেট্রোরেলের ঢাবি ও বিজয় সরণি স্টেশন চালু হলো

Suborna Islam

Leave a Comment