লাইফ স্টাইল

নাছোড় খুসকি? মুক্তির ঘরোয়া উপায়

dandruff problems

খুসকি থেকে মুক্তির উপায় কী?

•স্ক্যাল্প ড্রাই বা অয়েলি যাই হোক, রোজ শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প ও চুল খুব ভালো করে ধুতে হবে।

• অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু রোজ লাগালে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। সপ্তাহে দু’দিন এই শ্যাম্পু আর বাকি দিনে সাধারণ শ্যাম্পু ব্যবহার করুন।

• খুসকিতে স্ক্যাল্পে এবং মাথার ওপরের চুলে প্রতিদিন কন্ডিশনার লাগাবেন না। সপ্তাহে একবার কন্ডিশনার লাগাতে পারেন।

ঘরোয়া উপায়ে খুসকি থেকে মুক্তি

ঘরোয়া একটা উপায়ে খুসকি থেকে মুক্তি মিলতে পারে।  দু’ধরনের খুসকিতেই এটা করা যেতে পারে।

•এক চামচ ভিনিগার, এক চামচ অ্যালোভেরা জেল, দু চামচ গোঁড়ালেবুর রস, এক চামচ লেবুর খোসা বাটা মিশিয়ে রোজ স্নানের আগে স্ক্যাল্পে লাগান।

• কুড়ি মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পরপর সাতদিন করবেন।

• এতে খুসকি কমবে। এরপর একদিন অন্তর করবেন। তারপর সপ্তাহে দু’দিন। দেখবেন নাছোড় খুসকিও কন্ট্রলে থাকবে।

Related posts

চলুন জেনে নেওয়া যাক কেন কাঁচা পেঁপে খাবেন

Asma Akter

ঘরে কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করুন ডিমের বুন্দিয়া

Asma Akter

মেরুদণ্ড জোড়া লাগানো শিশু প্রথমবারের মতো আলাদা করা হলো

Asma Akter

Leave a Comment