অর্থ-বাণিজ্যবাংলাদেশেসর্বশেষসারাদেশ

দাম কমেছে ডিমের ৫ টাকা

egg cost

দাম নিয়ন্ত্রণে গত দেড় মাসে কয়েক দফায় ২৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে ৬২ হাজার পিস দেশে পৌঁছেছে। সরকারের এই পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাজারে।

কয়েকদিন আগের ১৫ টাকার ডিম এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটির দর ৫ টাকা কমায় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছেন।

 সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদিনের খুচরা বাজার দর অনুযায়ী, সোমবার  রাজধানীর বাজারগুলোতে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ৪০ টাকায় বিক্রি হয়েছে। এ হিসাবে প্রতিটির মূল্য ১০ টাকা। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও শেওড়াপাড়া বাজারেও এই মূল্যে তা বিক্রি হতে দেখা গেছে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ডিম আমদানি করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য হলো দাম কমানো। আমরা সেখানে সফল হয়েছি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে এখন ডিম বিক্রি হচ্ছে।

গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি ফার্মের ডিমের সর্বোচ্চ খুচরা দর ১২ টাকা বেঁধে দেয়। এর তিন দিন পর গত ১৭ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেয়া শুরু করে মন্ত্রণালয়। এখন পর্যন্ত ২৫ কোটি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বাণিজ্য সচিব বলেন, ডিম আমদানি শুরু হওয়ার পরপরই দাম কমতে শুরু করে। তবে কোনও প্রতিষ্ঠান যেন কৃত্রিমভাবে আবার দর বৃদ্ধি করতে না পারে, সেই বিষয়ে সতর্ক রয়েছি। প্রতিযোগিতা কমিশন এ নিয়ে কাজ করছে।

তপন কান্তি ঘোষ বলেন, দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখবো। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, শুধু ডিম নয়, আলু, তেল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানোর মাধ্যমে বাজার স্থিতিশীল বা দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হয়েছে।

Related posts

স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ০৫টি পদে ৬৯ জনকে নিয়োগ

Asma Akter

আইফোনেও করুন কল রেকর্ডিং জানবে না কেউ

Rubaiya Tasnim

গাজায় বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত

Rubaiya Tasnim

Leave a Comment