চলচ্চিত্রবিনোদনসারাদেশ

‘অপারেশন জ্যাকপট’ : ১০ জন নায়ক এক সিনেমায়

operation jackpot

সোমবার (১৩ নভেম্বর) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। গৌরবময় এই অপারেশন নিয়েই অবশেষে নির্মাণ হবে এই সিনেমাটি।

এরই মধ্যে সিনেমার চিত্রনাট্যসহ অভিনয়শিল্পীও নির্বাচন করেছেন ‘পাগলু’ খ্যাত এই পরিচালক।  তবে রিয়াজ, রোশান ও নিরবের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি না হলেও অন্য সাত অভিনেতা এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান রাজীব। সিনেমায় নারী শিল্পীদের প্রায় সবাই পশ্চিমবঙ্গের। তালিকায় রয়েছেন স্বস্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জির মতো অভিনেত্রীরা।

এ প্রসঙ্গে রাজীব বলেন, ‘সবসময়ই চেয়েছি আমার ট্র্যাকের বাইরে গিয়ে ছবি করতে। বাংলাদেশ থেকে সেই সুযোগ পেলাম। ‘অপারেশন জ্যাকপট’ বাংলাদেশের পাশাপাশি ভারতের দর্শকও পছন্দ করবে, এটা আমার আশা। অনেক বড় সিনেমা এটি, চাপ আছে খুব। তাছাড়া এতজন নায়ক নিয়ে ইউনিট সামলানো চাট্টিখানি কথা নয়। তার ওপর ঢাকা, গাজীপুর, মোংলা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে শুটিং। গত দুই মাস ঢাকা-কলকাতা আসা-যাওয়ার মধ্যে ছিলাম। লোকেশন রেডি থেকে শুরু করে সবকিছু নিজের হাতেই করেছি। আশা করছি, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দারুণ একটি সিনেমা নির্মাণ করতে পারব।’

জানা গেছে, আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিনেমার মহরত। অপারেশন জ্যাকপট’ সিনেমাটির শুটিং হবে ৭০ দিন। ফেব্রুয়ারিতেই শুটিং শেষ করতে চান নির্মাতা। সব ঠিক থাকলে আগামী বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

Related posts

‘জীবন যন্ত্রণা’ মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

Megh Bristy

পথে পথে পত্রিকা বিক্রি করেন অভিনেত্রী সাফা কবির

Rishita Rupa

‘বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবো না’: শিরিন শিলা

Megh Bristy

Leave a Comment