সর্বশেষস্বাস্থ্য

শরীরে ফাটা দাগ নিরাময়ে যা করবেন

পরামর্শ দিয়েছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের কনসালট্যান্ট, চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. কামরুল হাসান চৌধুরী

প্রশ্ন: আমি একজন নারী, বয়স ২১ বছর। আমার তলপেটে কয়েক স্থানে ফেটে যাওয়ার মতো কালো দাগ দেখা দিয়েছে। এমনকি তলপেট কিছুটা বড় হয়ে গেছে। পিরিয়ডও নিয়মিত হচ্ছে না। এমন অবস্থায় খুব দুশ্চিন্তায় আছি। দয়া করে সঠিক পরামর্শ দিয়ে উপকার করুন।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: অনেকগুলো কারণে আমাদের, বিশেষ করে মেয়েদের শরীরে স্ট্রেচ মার্ক (ফাটা দাগ) দেখা যেতে পারে। কারণগুলোর মধ্যে অন্যতম হলো কিশোর বয়সে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। গর্ভকালেও সাধারণত এ রকম হয়ে থাকে। আপনার ওজন কত জানাননি। উচ্চতা ও বয়সের তুলনায় ওজন যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে এ সমস্যা হতে পারে।

স্ট্রেচ মার্ক পুরোপুরি নিরাময় হয় না। তবে ময়েশ্চারাইজার ও বায়ো অয়েল ব্যবহার করলে কিছুটা কমানো যেতে পারে। লেজার, কেমিক্যাল পিলিং ও মেসোথেরাপির মাধ্যমে দাগ কমানো যায়। সে জন্য আপনাকে একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

অনিয়ন্ত্রিত মাসিকের জন্য দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। হরমোন পরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করতে হবে।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: adhuna@prothomalo.com

খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’

Related posts

আজ গুগলের ২৫তম জন্মদিন

Samar Khan

প্রায় দুই লাখ টাকা মূল্যের জ্যাকেটে আলিয়া

Megh Bristy

ইসরায়েলের পক্ষ নিয়ে ১৯ দিনে ১১ বিলিয়ন ডলার হারাল স্টারবাকস

Suborna Islam

Leave a Comment