টেক নিউজতথ্যপ্রযুক্তিসর্বশেষ

ইউটিউবকে জানাতে হবে এআই দিয়ে কনটেন্ট বানালে

Pickynews24

এআই দিয়ে বানানো কনটেন্ট এর বিষয়ে নতুন নিয়ম আনতে যাচ্ছে ইউটিউব। ক্রিয়েটররা যদি জেনারেটিভ এআই দিয়ে বাস্তবধর্মী ভিডিও কনটেন্ট বানায় সেটা নিশ্চিত করতে হবে ইউটিউবকে। একটি ব্লগপোস্টে সম্প্রতি এআই পলিসি আপডেটে এটি জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানায়, ক্রিয়েটররা যদি না জানায় তাদের ভিডিও এআই দিয়ে বানানো কিনা, তাহলে তাদের পেনাল্টি স্বরূপ তাদের কনটেন্ট রিমুভ অথবা প্ল্যাটফর্মের রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হতে পারে।

ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজমেন্টের দুই ভাইস প্রেসিডেন্ট জেনিফার ফ্ল্যানারি ও’কনর এবং এমিলি মক্সলি বলেন, জেনারেটিভ এআই দিয়ে ক্রিয়েটরদের সুযোগ রয়েছে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দর্শক এবং ক্রিয়েটরদের কাছে তাদের অভিজ্ঞতাকে পৌঁছে দিতে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সুযোগকে দায়িত্বশীলতার সঙ্গে ভারসাম্যে রাখতে হবে যেন ইউটিউবের কমিউনিটি নিরাপদে থাকে।

সংবাদমাধ্যম এপি নিউজ জানায়, আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া নতুন এই পরিবর্তনটির মাধ্যমে দেখা যাচ্ছে ইউটিউবে নতুন একটি অপশন আসবে যার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে, সেই ভিডিওটি তারা প্রকাশ করবে কিনা।

ও’কনর এবং মক্সলি বলেন, নিয়মটি বিশেষভাবে দরকার সেসব ক্ষেত্রে যেখানে নির্বাচন, চলমান কোনও সংঘাত অথবা গণস্বাস্থ্য বিষয়ে সংবেদনশীল কোনও কনটেন্ট প্রকাশ করা হয়ে থাকে। সংবেদনশীল কোনও টপিকের ক্ষেত্রে দর্শকদের সতর্ক বার্তার মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে।

Related posts

 অজানা নিউমোনিয়ায় কাবু চিনের শিশুরা

Megh Bristy

রমজান শুরুর তারিখ জানালো আরব আমিরাত

Suborna Islam

তীব্র তাপ্রবাহের কারণে আরও ৭ দিন বন্ধ স্কুল-কলেজ

Megh Bristy

Leave a Comment