খেলাসর্বশেষ

‘আফগানিস্তানকে দেখে শেখা উচিত বাংলাদেশের’ : শেবাগ

এক বাক্যে ভারত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্লেষণ করলে—ব্যর্থ বলা ছাড়া উপায় নেই। অথচ এই দলটাই ওয়ানডে সুপার লিগ শেষ করেছিল সেরা তিনে থেকে। মাস কয়েকের ব্যবধানে বাংলাদেশের পারফরম্যান্স গ্রাফ এখন নিম্নমুখী।

টাইগারদের এমন বাজে পারফরম্যান্সের পর সমালোচনা হচ্ছে সব জায়গায়। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠেছে। তবে বীরেন্দর শেবাগ মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় বড় দায় ব্যাটারদের।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা একদমই ভালো খেলেনি। যে কোনো বড় টুর্নামেন্টে ব্যাটসম্যানদেরই সুর বেঁধে দিতে হয়। ব্যাটিং এত বাজে হলে দল তো বাজে করবেই।’

বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে একটা টুটকাও দিয়েছেন শেবাগ। এই আসরে দুর্দান্ত পারফর্ম করা আফগানিস্তানের উদাহরণ টেনে তাদের থেকে সাকিবদের শিখতে বলেছেন শেবাগ।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আফগানিস্তানের দিকে তাকান, তারা কেন ভালো করেছে? কারণ তাদের দুই ওপেনার ও তিন-চার নম্বর ব্যাটসম্যানরা রান করেছে। দলগতভাবে তারা ধারাবাহিকভাবে ২৮০-২৯০ রান করতে পেরেছে। এরপর তাদের বোলিং তো আছেই।’

‘তাদের কাছ থেকে শেখার আছে বাংলাদেশের। তাদের বোলারদের জন্য তো কোনো সুযোগই করে দিতে পারেন না ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখে মনে হয়েছে, তারা বিভ্রান্ত। নিজেদের করণীয় জানে না।’-আরো যোগ করেন তিনি।

এইচজেএস

 

Related posts

প্রাণ গেল যুবকের ট্যাটু করিয়ে

Megh Bristy

গ্র্যান্ড থেফট অটো ৬-এর ট্রেলার চলতি সপ্তাহেই প্রকাশ হবে

Rubaiya Tasnim

পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত

Suborna Islam

Leave a Comment