বিশেষ সংবাদসারাদেশ

বিকেলে চালু হবে এনআইডি সার্ভার

EC-office-pickynews24

জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার চালু হতে বিকেল গড়াবে। গত বৃহস্পতিবার থেকে এ সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এ সময়ে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার জন্য আবেদনও করতে পারেননি।

 

ইসির সার্ভারের মাধ্যমে এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এ ছাড়া জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

 

ইসি জানিয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ ১০তলায় অবস্থিত। এ সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ হতে স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করা হবে। এজন্য বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা হতে শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নেটওয়ার্ক সার্ভিস বন্ধ থাকবে বলেও জানায় নির্বাচন কমিশন।

Related posts

যুবকের মৃত্যু হলো ৩৩ তলার বারান্দা থেকে সিগারেটের ছাই ফেলতে গিয়ে

Rubaiya Tasnim

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হল সশস্ত্র বাহিনী দিবস

Megh Bristy

কুষ্টিয়ায় ধানের উৎপাদন বৃদ্ধি পোকার আক্রমণের পরও

Rubaiya Tasnim

Leave a Comment