আন্তর্জাতিক

কট্টর ডানপন্থি হাভিয়ের হলেন আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট

Argentina President

অর্থনৈতিক সংকটে জর্জরিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কট্টর-ডানপন্থি হাভিয়ের মিলেই।

স্থানীয় সময় রোববার প্রাদেশিক নির্বাচনে ফলাফলের ভিত্তিতে সোমবার বিবিসির এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়।

হাভিয়ের মিলেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আর্জেন্টিনার সাবেক অর্থমন্ত্রী সের্গিও মেসাকে ১২ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিলেইকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি আর্জেন্টিনাকে আবারও মহান করে তুলবেন।

আর্জেন্টিনার নির্বাচনি কর্তৃপক্ষের মতে, প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ দশমিক ৪ শতাংশ ভোটের মধ্যে হাভিয়ের ৫৫ দশমিক ৭ শতাংশ এবং সের্গিও পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট।

১৯৮৩ সালে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে গণতন্ত্রে ফিরে আসার পর থেকে প্রেসিডেন্ট পদে এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়।

এমন এক সময় এসে হাভিয়ের প্রেসিডেন্ট হলেন যখন আর্জেন্টিনায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট বাড়ছেই। নির্বাচনের মাধ্যমে জনগণ মূলত ক্ষমতাসীন ও বিরোধী জোট উভয়কেই প্রত্যাখ্যান করেছে।

আর্জেন্টিনায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে মোট ভোটের ৪৫ শতাংশের বেশি পেতে হবে। আর দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর চেয়ে বিজয়ীকে কমপক্ষে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হবে।

এ শর্ত পূরণ না হওয়ায় দ্বিতীয় দফার ভোট হয় রোববার। এর আগে গত ২২ অক্টোবর দেশটিতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। প্রথম দফায় সর্বোচ্চসংখ্যক ভোট পেয়েছিলেন মেসা। মিলেই পেয়েছিলেন ৩০ শতাংশ ভোট।

Related posts

হামাসের টানেলে সাগর থেকে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল

Megh Bristy

বৈশ্বিক মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলেছে চীন

Samar Khan

অবশেষে ৮ মাস পর কারাগার থেকে মুক্তি পেলো গোয়েন্দা কবুতর

Megh Bristy

Leave a Comment