সর্বশেষ

আচমকা বিদ্যুতের ৮টি খুঁটি হেলে পড়ল যানবাহনের ওপর, চলাচলে বিঘ্ন

accident-pickynews24

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে বিদ্যুতের আটটি খুঁটি আকস্মিকভাবে হেলে পরে । এ ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চার ঘণ্টা চেষ্টার পর দিবাগত রাত দুইটার দিকে খুঁটিগুলো মহাসড়ক থেকে সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, মহাসড়কে উন্নয়নকাজ চলছে। বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই আটটি বৈদ্যুতিক খুঁটি মহাসড়কের পড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মদনপুরে আকস্মিকভাবে বিদ্যুতের আটটি খুঁটি হেলে পড়ে আশপাশের এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে খুঁটি পড়ে গিয়ে বাস, প্রাইভেট কার, কাভার্ড ভ্যানসহ পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। পুলিশ যানবাহনগুলোকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-মদনপুর রুটে ঘুরিয়ে দেয়।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন জানান, মহাসড়কে খুঁটি হেলে পড়ার পর তাঁরা চট্টগ্রামগামী গাড়িগুলো কাঁচপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভুলতা-মদনপুরে ঘুরিয়ে দেন। রাত দুইটার দিকে খুঁটিগুলো সরানো হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, মদনপুরে পদচারী সেতুর নিচ দিয়ে ইউটার্ন নির্মাণের কাজ চলছে। সেখান থেকে বিদ্যুতের একটি খুঁটি বিদ্যুৎ বিভাগের লোকজন সরিয়ে নিতে পারেননি। মাটি সরে গিয়ে বিদ্যুতের খুঁটি মহাসড়কে পড়ে গিয়েছিল বলে জানান তিনি।

Related posts

কম্পিউটারের সুরক্ষায় রিস্টার্ট নাকি শাটডাউন, কোনটি করবেন?

Suborna Islam

গাজায় পাঁচজন নিহত, বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে

Megh Bristy

নিয়োগ দেবে আড়ং, 

Megh Bristy

Leave a Comment