টেক নিউজতথ্যপ্রযুক্তিসর্বশেষ

কবে আপনার ফোনটি তৈরি হয়েছিল? জানার সহজ কৌশল

Pickynews24

যে ফোনটা এতদিন ধরে ব্যবহার করছিলেন, সেটা বদলেই একটা নতুন ফোন নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে ফোনের বয়সটা কিন্তু জেনে নিতে হবে। না, কবে ফোন কিনেছিলেন, সেই দিনটা নয়। সেটা তো বিল দেখলেই আপনার মালুম চলবে। ফোনটা যে আসলে কবে তৈরি হয়েছিল,তাও জেনে নেওয়া জরুরি। আপনার স্মার্টফোনের বয়স, প্যাকেজিং থেকে শুরু করে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার, ম্যানুফ্যাকচারিং কোড ইত্যাদি জরুরি বিষয়গুলির সবকিছুই কীভাবে জানবেন, দেখে নিন।

1) রিটেল বক্সেই ফোনের বয়স
মোবাইল ফোনের বয়স যাচাই করার সবথেকে ভাল উপায় হল রিটেল বক্সটা একবার ভাল করে দেখে নেওয়া। যে কোনও স্মার্টফোনের রিটেল বক্সের পিছনের দিকে ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া থাকে। সেখান থেকেই আপনি একটা ধারণা করে নিতে পারেন, ফোনটা কত দিনের পুরনো। এখন কোনও কারণে যদি রিটেল বক্সটাই হারিয়ে ফেলেন, তাহলে অন্য কিছু পদ্ধতি কাজে লাগাতে পারেন।

2) সেটিংস থেকে জানতে পারেন ফোনের বয়স

ফোনের সেটিংস অ্যাপ থেকে সোজা চলে যান আবাউট ফোন সেকশনে। সেখানে ম্যানুফ্যাকচারিং ডেট দেখতে পাবেন আপনি। যদিও বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে এই অপশনটি ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া হয়। সে ক্ষেত্রে আপনাকে ফোনের সেটিংস অপশনটা একটু খুঁটিয়ে দেখতে হবে।

3) ই-কমার্স ওয়েবসাইট থেকে বয়স

ফ্লিপকার্ট বা অ্যামাজ়নের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনি যদি স্মার্টফোন ক্রয় করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে লগইন করে চলে যান অর্ডার সেকশনে। সেখান থেকে আপনার ফোনটা খুঁজে বের করুন, দেখে নিন কবে তা ডেলিভারি করা হয়েছিল। সেখান থেকে আপনি একটা ধারণা করে নিতে পারেন, কবে তৈরি করা হয়েছিল ফোন।

4) থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নিয়ে বয়স

একাধিক থার্ড-পার্টি অ্যাপ রয়েছে, যেখান থেকে আপনার ফোনের বয়স জেনে নিতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে Phone Info নামক একটি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি খুলে ডিভাইস সেকশনে চলে যান। সেখানে ফার্স্ট সিন সেকশন দেখতে পাবেন। সেখান থেকেই জানতেপারবেন, কবে আপনার ফোন তৈরি করা হয়েছিল।

5) ম্যানুফ্যাকচারিং কোডের মাধ্যমে ফোনের বয়স

উপরোক্ত পদ্ধতিগুলির মধ্যে যদি একটিও কাজে লাগাতে না পারেন এবং ফোনের বয়স সম্পর্কে জানতে না পারেন, তাহলে আপনার ফোনের ডায়ালার থেকে নিম্নলিখিত নম্বরগুলি দিয়ে সার্ভিস মেনু খুলতে পারেন। সেখান থেকেই নেভিগেট করে ডিভাইসের ম্যানুফ্যাকচারিং ডেট জানা যেতে পারে। মনে রাখবেন, এই পদ্ধতি সব ফোনের জন্য কাজে না-ও লাগতে পারে।

Related posts

৭ ফেব্রুয়ারিতে পালিত হয় রোজ ডে

Asma Akter

আসুন জেনে নেয়া যাক বাঙ্গির গুনাগুন সম্পর্কে।

Megh Bristy

নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল:ময়ূরী

Megh Bristy

Leave a Comment