লাইফ স্টাইলস্বাস্থ্য

শীতে গরম পানিতে গোসল করে চুলের ক্ষতি করছেন কিনা জেনে নিন

কুয়াশা আর হিম–জড়ানো দিনে চুল হয়ে পড়ে নিষ্প্রাণ। এ সময় চুলের বাড়তি যত্ন তো নেবেনই, তবে সাধারণ কিছু বিষয় খেয়াল রাখতে ভুলবেন না। যেমন কেমন তাপমাত্রার পানি দিয়ে চুল ধোয়া উচিত। ঠান্ডা পানি ব্যবহারে অসুবিধা হয় বলে কেউ কেউ চুলে গরম পানি দিয়ে দেন।

দীর্ঘদিন ধরে গরম পানিতে ধোয়া হলে চুল হয়ে পড়ে রুক্ষ, একসময় পড়তেও শুরু করে। আবার শীতে অনেকেরই মাথা ঘামে। এই ঘামও চুলের জন্য ক্ষতিকর। ছোটখাটো এসব বিষয়েও শীতে তাই যত্নশীল হতে হবে এমনটাই জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।

গরম পানি এড়িয়ে চলুন। এই সময় কুসুম গরম পানি বরং মাথার ত্বকের জন্য ভালো। এটা যেমন আরামদায়ক, তেমনি এতে মাথার ত্বকও ভালোভাবে পরিষ্কার হয়। তবে আপনি যদি মাথায় ঠান্ডা পানি দিয়েই অভ্যস্ত হয়ে থাকেন, সে ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মাথার ত্বক পরিষ্কার করে নিলেই হলো। এ ছাড়াও শীতে চুল ধুতে আর্দ্রতাযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এতে করে চুল থাকবে ঝরঝরে।

Related posts

আবার ও একদিনে করোনায় আক্রান্ত ৪

Rishita Rupa

শিশুর জন্য দুধ-‘সাবুদানা’খুবই পুষ্টিকর খাদ্য, এটি শর্করা বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার।

Asma Akter

একমাস ধরে রোজা রাখলে শরীরে যে প্রভাব পরে

Asma Akter

Leave a Comment