আন্তর্জাতিক

স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়ার জেরে বিমানের জরুরি অবতরণ

স্বামী-স্ত্রীর-ঝগড়া

মাঝ আকাশে স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার জেরে বাধ্য হয়ে জরুরি অবতরণ করেছে বিমান। শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার লুফথানসার একটি বিমান ব্যাংকক যাচ্ছিল। এটি দিল্লির আকাশে উড্ডয়নকালে এক দম্পতি তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান বিমানের ক্রুরা। পরে এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের একজনকে নামিয়ে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়া ওই স্বামী-স্ত্রী জার্মান ও থাইল্যান্ডের নাগরিক। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী পাইলটের সাহায্য চান। পরে তারা পরিস্থিতি শান্ত করতে না পেরে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হন। তাদের নামিয়ে দিয়ে পরে গন্তব্যে রওনা দেয় বিমানটি।

বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালকের একটি সূত্র জানিয়েছে, বিমানটি প্রথমে পাকিস্তানে অবতরণের জন্য অনুমতি চেয়েছিল। পরে সেখানে অনুমতি না পেয়ে ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে স্বামীকে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান থেকে নামিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন। বিষয়টি জার্মান দূতাবাসকে অবহিত করা হয়েছে। তাকে জার্মানে ফেরত পাঠানো হবে নাকি ভারতের নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

Related posts

আমেরিকান রাজনীতির ইতিহাসে আবার ‘রিম্যাচ’ নির্বাচন

Megh Bristy

আজ আন্তর্জাতিক বিয়ার এবং পিৎজা দিবস – 9 অক্টোবর, 2023

Megh Bristy

এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় মিয়ানমার

Samar Khan

Leave a Comment