ইসলাম ধর্ম

মসজিদে ক্রয়-বিক্রয় করা থেকে বিরত থাকা উচিত

pickynews24

ইসলামে মসজিদ অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ স্থান। কোরআনে আল্লাহ মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং মসজিদ আবাদকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন,

اِنَّمَا یَعۡمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنۡ اٰمَنَ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ وَ اَقَامَ الصَّلٰوۃَ وَ اٰتَی الزَّکٰوۃَ وَ لَمۡ یَخۡشَ اِلَّا اللّٰهَ فَعَسٰۤی اُولٰٓئِکَ اَنۡ یَّکُوۡنُوۡا مِنَ الۡمُهۡتَدِیۡن

একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা বাকারা: ১৮)

মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য ও তাকওয়ার দাবি। কোরআনে আল্লাহ বলেছেন,.

مَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ

কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ্জ: ৩২)

মসজিদে ক্রয়-বিক্রয় করা মসজিদের আদবের বিপরীত কাজ। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

إِذَا رَأَيْتُمْ مَنْ يَبِيعُ أَوْ يَبْتَاعُ فِي المَسْجِدِ فَقُولُوا: لَا أَرْبَحَ اللهُ تِجَارَتَكَ.

তোমরা মসজিদে কাউকে ক্রয়-বিক্রয় করতে দেখলে তাকে বলো, আল্লাহ তোমার ব্যবসাকে অলাভজনক করুন! (সুনানে তিরমিজি: ১৩২১)

ইমাম মালেক (রহ.) থেকে বর্ণিত আতা ইবনুল ইয়াসার (রাহ.) কাউকে মসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখলে বলতেন, তুমি দুনিয়ার বাজারে যাও; মসজিদ আখেরাতের বাজার। (মুআত্তা ইমাম মালেক: ৬০১)

তাই মসজিদে ক্রয়-বিক্রয় করা থেকে বিরত থাকা উচিত।

Related posts

রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা নষ্ট হয়?

Asma Akter

ইলম শিক্ষা করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য

Asma Akter

অপবিত্র অবস্থায় কবর জিয়ারত করা যাবেকি?

Asma Akter

Leave a Comment