ইসলাম ধর্ম

আল্লাহ বলেছেন, ‏যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব

pickynews24

ইবনে আব্বাস (রা.) বলেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন আমাদের সামনে খুতবা দিতে দাঁড়ালেন। তিনি বললেন, হাশরের মাঠে আপনাদের জমা করা হবে খালি পা, নগ্ন ও খাতনাবিহীন অবস্থায়। আল্লাহ যেমন বলেছেন,

‏كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ‏

যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। (সুরা আম্বিয়া: ১০৪)

কেয়ামতের দিন সর্বপ্রথম ইবরাহিমকে (আলাইহিস সালাম) পোশাক পরিধান করানো হবে।

এক পর্যায়ে যখন আমার উম্মত থেকে বাম হাতে আমলনামাপ্রাপ্ত কিছু লোককে আনা হবে, আমি বলব, হে আমার রব! এরা তো আমার উম্মত। আল্লাহ বলবেন, তুমি জানো না তোমার পরে এরা কী করেছে। আমি তখন তাই বলবো যা আল্লাহর এক নেক বান্দা বলেছিলেন,

وَکُنۡتُ عَلَیۡهِمۡ شَهِیۡدًا مَّا دُمۡتُ فِیۡهِمۡ فَلَمَّا تَوَفَّیۡتَنِیۡ کُنۡتَ اَنۡتَ الرَّقِیۡبَ عَلَیۡهِمۡ وَاَنۡتَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَهِیۡدٌ اِنۡ تُعَذِّبۡهُمۡ فَاِنَّهُمۡ عِبَادُکَ وَاِنۡ تَغۡفِرۡ لَهُمۡ فَاِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ
যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। তারপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী। আপনি সব কিছুর সাক্ষী। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করেন, তবে নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা মায়েদা: ১১৭-১১৮)

জবাব দেওয়া হবে, এরা সব সময়ই দীন থেকে পলায়নপর ছিল।

Related posts

দীনি জ্ঞানে বিশেষজ্ঞতা অর্জন করা ব্যক্তি থাকা জরুরি

Asma Akter

মৃত ব্যক্তিকে গোসল করালে শরীর কি নাপাক হয়?

Asma Akter

মানুষকে পুনরায় জীবিত করবে

Asma Akter

Leave a Comment