ইসলাম ধর্ম

যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ খুঁজবে, আল্লাহ তা’আলা তার দোষ খুঁজবেন

pickynews24

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, একদিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিম্বরে উঠলেন এবং উচ্চৈস্বরে বললেন,

يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يُفْضِ الْإِيمَانُ إِلَى قَلْبِهِ لَا تُؤْذُوا الْمُسْلِمِينَ وَلَا تُعَيِّرُوهُمْ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ فَإِنَّهُ مَنْ يَتَّبِعْ عَوْرَةَ أَخِيهِ الْمُسْلِمِ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِي جَوْفِ رَحْلِهِ

শোনো যারা মুখে ইসলাম গ্রহণ করেছ, অন্তরে এখনও ইমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিয়ো না, তাদেরকে লজ্জা দিয়ো না এবং তাদের দোষ খুঁজে বেড়িয়ো না। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ খুঁজবে, আল্লাহ তা’আলা তার দোষ খুঁজবেন আর আল্লাহ তা’আলা যার দোষ খুঁজবেন, তাকে তার ঘরের মধ্যেও অপদস্ত করবেন। (সুনানে তিরমিজি)

বারা ইবনে আযিব (রা.) বলেন, একদিন রাসুল (সা.) উচ্চৈস্বরে খুতবা দিলেন, ঘরের ভেতর থেকে নারীরাও তার কথা শুনতে পেলো। তিনি বললেন,

يَا مَعْشَرَ مَنْ أمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلِ الْإِيمَانُ قَلْبَه لَا تَغتَابُوا الْمُسْلِمِينَ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ فَإِنَّهُ مَنْ يَتَّبِعْ عَوْرَةَ أَخِيهِ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي جَوْفِ بَيْتِه

শোনো যারা মুখে ইমান এনেছো, অন্তরে এখনও ইমান প্রবেশ করেনি, মুসলমানদের গিবত করো না এবং তাদের দোষ খুঁজে বেড়িয়ো না। যে তার ভাইয়ের দোষ খুঁজে বেড়াবে, আল্লাহর তার দোষ খুঁজবেন আর আল্লাহ যার দোষ খুঁজবেন তাকে ঘরের ভেতরেও লাঞ্চিত করবেন। (ইবনু আবিদ-দুনিয়া, আবু ইয়া’লা)

Related posts

ইসলামে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন।

Asma Akter

নারী-পুরুষের মধ্যে যাদের সঙ্গে দেখা দেয়া বৈধ

Asma Akter

নামাজের সময়সূচি: ১৫ মে ২০২৪

Asma Akter

Leave a Comment