আবহাওয়াসর্বশেষ

শীত বাড়বে কবে থেকে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা আজ বৃহস্পতিবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আজ বৃষ্টিপাত থাকবে। আগামীকাল শুক্রবার কমে যাবে। তবে কাল বৃষ্টি কমে গেলেও আকাশ মেঘলা থাকবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।

এদিকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে গিয়ে গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

তিনি জানান, আজ দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঝারি মাত্রার একটি শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

Related posts

ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

Megh Bristy

ভিন্ন লুকে ক্যামেরার সামনে রুনা খান

Megh Bristy

চতুর্থ পর্বঃ ইমাম মাহাদী ও তার আগমন পূর্ব আলামত সমূহ

Asma Akter

Leave a Comment