তথ্যপ্রযুক্তিসর্বশেষ

মাত্র 32,400 টাকায় iPhone 14 Plus, ফ্লিপকার্টের জবরদস্ত অফার!

ফ্লিপকার্টে এই মুহূর্তে iPhone 14 Plus-এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 66,900 টাকা। আসল দামের থেকে এই দামও প্রায় 13,000 টাকা কম, যা প্রাথমিক ডিসকাউন্ট হিসেবে ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে। এখন আপনার কাছে যদি একটি পুরনো iPhone 13 থাকে, তাহলে থাকছে আর এক জবরদস্ত অফার। পুরনো আইফোন বদলে আপনি পেয়ে যেতে পারেন 34,500 টাকার এক্সচেঞ্জ ভ্যালু।

নতুন iPhone কেনার পরিকল্পনা করছেন? বছর শেষের সেরা সেল নিয়ে হাজির হয়েছে Flipkart। এই মুহূর্তে যে Apple iPhone-এ অফার পাবেন, সেটি হল iPhone 14 Plus। একটু বড় স্ক্রিনের আইফোনের যাঁরা খোঁজ করছেন, তাঁদের জন্য এই ফোনটি দুর্দান্ত অপশন। লাখ টাকা খরচ করে প্রো মডেল কেনার দরকার পড়বে না। কারণ, এই ফোনেই আপনি পেয়ে যাবেন সেরার সেরা বৈশিষ্ট্য। ফ্লিপকার্টে iPhone 14 কল্পনারও কম দামে পাওয়া যাচ্ছে। মাত্র 32,400 টাকাতেই এই অ্যাপল আইফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

iPhone 14 Plus: কত টাকা ছাড় পাবেন

ফ্লিপকার্টে এই মুহূর্তে iPhone 14 Plus-এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 66,900 টাকা। আসল দামের থেকে এই দামও প্রায় 13,000 টাকা কম, যা প্রাথমিক ডিসকাউন্ট হিসেবে ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে। এখন আপনার কাছে যদি একটি পুরনো iPhone 13 থাকে, তাহলে থাকছে আর এক জবরদস্ত অফার। পুরনো আইফোন বদলে আপনি পেয়ে যেতে পারেন 34,500 টাকার এক্সচেঞ্জ ভ্যালু। ফলে, এই সব অফার মিলিয়েই ফ্লিপকার্টে iPhone 14 Plus আপনার জন্য মাত্র 32,400 টাকা হয়ে যাচ্ছে।

iPhone 14 Plus: স্পেসিফিকেশন

iPhone 14 Plus-এর ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে iPhone 14-র। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির লিক্যুইড রেটিনা ডিসপ্লে। ফোনের সাইজ় iPhone 14 Pro Max-এর মতোই। প্রো ম্যাক্সে যেখানে প্রশস্ত নচ রয়েছে, সেই জায়গায় প্লাস মডেলটিতে ডায়নামিক আইল্যান্ড স্টাইল নচ রয়েছে।

পারফরম্যান্সের জন্য iPhone 14 Plus-এ রয়েছে A15 বায়োনিক চিপের একটি উন্নত ভার্সন। সমগ্র iPhone 13 লাইন আপের ফোনগুলিতেও এই একই প্রসেসর ব্যবহার করা হয়েছিল। এই চিপসেট থাকার ফলে ব্যবহারকারীরা আরও ভাল এবং উন্নত পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

iPhone 14 Plus ফোনে চমৎকার ক্যামেরা সেটআপও রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি12MP মূল ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

Related posts

আজ বিশ্ব টেলিভিশন দিবস

Megh Bristy

আপনার ফোনের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে

Suborna Islam

গ্রাহক আপত্তিতে পিছু হটলো গ্রামীণফোন

Samar Khan

Leave a Comment