টেক নিউজ

কি কি চমক থাকছে OnePlus 12 তে, কত হতে পারে বাজার মূল্য?

oneplus12_pickynews24

বাজারে আসছে OnePlus 12, যা সম্পর্কে মানুষের মধ্যে আলোচনা তুঙ্গে।

চিনা স্মার্টফোন নির্মাতা OnePlus 5 ডিসেম্বর, চিনে OnePlus 12 সিরিজ লঞ্চ করে। এর আগেও OnePlus তার গ্রাহকদের সব দারুন দারুন ফিচারের স্মার্টফোন দিতে সক্ষম হয়ে আসছে। সম্প্রতি OnePlus তাদের OnePlus 12 বাজারে আনার ঘোষনা দেয়। এরপরই হইচই পড়ে যায় OnePlus ভক্তদের মাঝে।

এমন কী আছে OnePlus 12 এ!

  • OnePlus তাদের OnePlus 12 ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 SOC দিয়েছে।
  • Gizmochina রিপোর্ট অনুসারে, স্মার্টফোনটি 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং 3,000 nit এর সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে।
  • এতে একটি 6.7-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে, 100 W দ্রুত চার্জিং সাপোর্ট সহ 5,500 mAh ব্যাটারি।
  • ইন্টার্নাল স্টোরেজ থাকবে 256GB/512GB/1TB.
  • অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Andriod 14.
  • কানেক্টিভিটি 5G এবং USB টাইপ-সি।
  • ফোনটি রক ব্ল্যাক, পেল গ্রিন ও হোয়াইট কালারে পাওয়া যাবে।

এছাড়া, ফোনটিতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর এর মধ্যে দুটি 50MP ক্যামেরা ওআইএস এবং ইআইএস সমর্থন সহ এবং অন্য 8 এমপি ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে, OnePlus 12 সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 16MP ক্যামেরা দেওয়া যেতে পারে।

বাংলাদেশে OnePlus 12 অফিশিয়াল লঞ্চ হতে পারে ২০২৪  সালের ১১ ফেব্রুয়ারীর দিকে এমনকি বাংলাদেশে OnePlus 12 এর মূল্য হতে পারে  ১,০৬৯০০ এক লক্ষ ছয় হাজার নয়শত টাকা।

 

Related posts

তৃতীয়বারের মত সর্বপ্রিয় ই-কমার্স ব্র্যান্ড খেতাব জিতল দারাজ

Suborna Islam

হামা’স-সম্পর্কিত তথ্য অপসারণের জন্য পদক্ষেপ নিচ্ছে মেটা

Samar Khan

অ্যাপলের ভিশন প্রো আসতে পারে ফেব্রুয়ারিতে

Suborna Islam

Leave a Comment