বাংলাদেশেসর্বশেষ

‘সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স’:পররাষ্ট্রমন্ত্রী

reign-minister-pickynews24

‘রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হচ্ছে না। যাদের গ্রেফতার করা হচ্ছে তারা সন্ত্রাসী। আমরা ‘সন্ত্রাসীদের’ গ্রেফতার করছি।’ বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

কাতারে অনুষ্ঠিত দোহা ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরে মঙ্গলবার  সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ও ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের (আরএফকেএইচআর) ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

ওই বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. মোমেন সাংবাদিকদের বলেন,‘আমরা কোনো বিরোধী দলকে হয়রানি করছি না, নির্যাতন করছি না। যারা ‘সন্ত্রাসী’, যারা মানুষের বাড়িঘর জ্বালায়, জনগণের সম্পত্তি; বিশেষ করে বাস, ট্রেন, ট্রাক জ্বালায়…। যারা মানুষকে মারছে তাদের আমরা শাস্তির আওতায় নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না। আমরা যাদের গ্রেফতার করছি তারা ‘সন্ত্রাসী’।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা আহ্বান করব- যারা ‘সন্ত্রাসী’ কার্যক্রম করছেন, সেটা পরিহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন।’

মানবাধিকার বিবৃতিতে বিরোধী দলের ওপর উদ্বেগ বোঝানো হচ্ছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের আমি সন্ত্রাসী বলছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- যাদের আমরা ধরেছি, তাদের সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছি বলেই ধরেছি। আমরা রাজনৈতিক নেতাদেরকে হয়রানি করছি না।’

মানবাধিকার সংগঠনগুলোর ওই বিবৃতি দেখেননি উল্লেখ করে মানবাধিকারে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘মানবাধিকারের জন্য বাংলাদেশ আদর্শ। আপনি অন্য দেশের সঙ্গে যদি তুলনা করেন, আমরা একটা আদর্শ দেশ। গাজায় কী ধরনের মানবাধিকার হচ্ছে? এমনকি অন্য উন্নত দেশেও লোকজন ক্লাবে-স্কুলে মেরে ফেলে। আমাদের এখানে বিনা বিচারে কাউকে মারে না। আমাদের কাছ থেকে মানবাধিকার এবং ন্যায়বিচারের বিষয়ে শিক্ষা নেওয়া দরকার অন্যদের।’

Related posts

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে ‘জুনিয়র এরিয়া ম্যানেজার’ পদে নিয়োগ

Asma Akter

দ্রুত ওজন কমাতে মিলিটারি ডায়েট করেন অনেকে।

Asma Akter

খাজা টাওয়ারে আগুন: অন্তত একজন নিহত

Samar Khan

Leave a Comment