অর্থ-বাণিজ্যবাংলাদেশেসর্বশেষ

‘রাজনীতি যার যার, অর্থনীতি সবার’: এফবিসিসিআই

economics-pickynews24

রাজনীতি যার যার, অর্থনীতি সবার এই মূলমন্ত্র সামনে রেখে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণ। অর্থনীতির চাকা সচল রাখতে, জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর উচিৎ শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া। বললেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত এফবিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা (২০২২-২০২৩) এ  এসব কথা বলেন তিনি।

মাহবুবুল আলম বলেন, বর্তমান বিশ্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সৃষ্ট অর্থনৈতিক সংকটের ফলে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। এতে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তিনি আরও বলেন,  ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  এফবিসিসিআই এর কার্যক্রমকে আধুনিক এবং গতিশীল করার জন্য স্মার্ট অফিস তৈরির লক্ষ্যে গুলশানে এফবিসিসিআইর অফিস সম্প্রসারিত করা হয়েছে। ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সংক্রান্ত পরিস্থিতি ও নীতিমালা ক্রমশ আধুনিকায়ন করতে হচ্ছে।

বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম তুলে ধরতে গিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, পুরুষ জামানতকারী ছাড়াই নারী উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা কিস্তি প্রাপ্তি এবং আয়কর জমা দেওয়ার সময়সীমা ২ মাস বাড়ানোসহ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে দেশের বেসরকারি খাতের সুরক্ষায় বর্তমান পরিচালনা পর্ষদের ভূমিকা আছে।উল্লেখ্য, ২০২২-২০২৩ পরিচালনা পর্ষদের বার্ষিক সভায় সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে প্রাণ গেল বৃদ্ধের

Suborna Islam

এই প্রথম দেশে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হচ্ছে

Megh Bristy

যেভাবে জানবেন হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ ব্লক করেছে কিনা

Rubaiya Tasnim

Leave a Comment