টেক নিউজতথ্যপ্রযুক্তিসর্বশেষ

ভারতেও iQOO 12 চলে এল, দাম 52,999 টাকা

Pickynews24

দেশের প্রথম স্মার্টফোন, যাতে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট। গুরুত্ব ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম-সহ আরও অনেক কিছু। এই ফোনটি আসলে iQOO 11 5G-এর পরবর্তী প্রজন্ম। ভারতের বাজারে iQOO 12-এর দাম শুরু হচ্ছে 59,999 টাকা থেকে।

ভারতে iQOO 12 মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের মধ্যে বেস মডেল 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 52,999 টাকা এবং 16GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে 57,999 টাকায়। আলফা ও লিজেন্ড এই দুই কালার অপশন রয়েছে ফোনটির।

14 ডিসেম্বর থেকে এই ফোনটি অ্যামাজ়নে কিনতে পারবেন কাস্টমাররা। সেলের প্রথম কয়েক দিন আকর্ষণীয় অফারও মিলবে। যে সব কাস্টমারের কাছে ICICI এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে, তারা পেয়ে যাবেন 3,000 টাকার ডিসকাউন্ট।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটের সাহায্যে। প্রসেসরটি পেয়ার করা থাকছে 16GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

চমৎকার ক্যামেরাও রয়েছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 64MP টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য iQOO 12 একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর পেয়েছে।

সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 14 ভিত্তিক কোম্পানির নিজস্ব Funtouch OS 14 স্কিন। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারিও রয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Related posts

বিশ্বের বিভীষিকাময় কিছু গণহত্যার বর্ণনা

Megh Bristy

রোববার একদিন ছুটি নিলেই পাবেন টানা চার দিনের ছুটি!

Megh Bristy

মিনারের বিসিএস জয়ের গল্প

Megh Bristy

Leave a Comment