বাংলাদেশেসর্বশেষ

খুলনায় আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগ

khulna-pickynews

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার বেঞ্চ পুড়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পায়। এ সময় তারা আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফা পুড়ে গেছে।

ঘটনা জানার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান সাংবাদিকদের বলেন, পাইকগাছায় আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করা হয়েছে।

Related posts

কাতারে ৮ ভারতীয় সাবেক নৌ সেনার মৃত্যুদণ্ড, ‘বিস্মিত’ নয়াদিল্লি

Samar Khan

শিশুর কান্নার আওয়াজ শুনেই কারণ বলে দেবে অ্যাপ

Suborna Islam

ড. ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে ১২ মার্কিন সিনেটরের চিঠি

Samar Khan

Leave a Comment