ইসলাম ধর্ম

দুনিয়ায় যে যা চায় তা-ই পায়

pickynews24

যারা শুধু এ দুনিয়ার জীবন এবং এর শোভা-সৌন্দর্য কামনা করে তাদের কৃতকর্মের সমুদয় ফল আমি এখানেই তাদেরকে দিয়ে দিই এবং এ ব্যাপারে তাদেরকে কম দেয়া হয় না (সূরা হুদ, আয়াত-১৫)। অর্থাৎ যার সামনে রয়েছে শুধু দুনিয়ার এ জীবন এবং এর স্বার্থ ও সুখ-সম্ভোগ লাভ সে এ বৈষয়িক স্বার্থ উদ্ধারের জন্য যেমন প্রচেষ্টা এখানে চালাবে তেমনি তার ফল সে এখানে পাবে। কিন্তু আখিরাত যখন তার লক্ষ্য নয় এবং সে জন্য সে কোনো চেষ্টাও করেনি, তখন তার দুনিয়ার বৈষয়িক স্বার্থ উদ্ধার প্রচেষ্টার ফল লাভ আখিরাত পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার কোনো কারণ নেই।

Related posts

যেসব কারণে অজু ভেঙে যায়

Asma Akter

আল্লাহর ভালোবাসা মুমিনের পরম আরাধ্য।

Asma Akter

নামাজের সময়সূচি: ১৭ জানুয়ারি ২০২৪

Asma Akter

Leave a Comment