ইসলাম ধর্ম

সুরা নাসের ফজিলত ও শিক্ষা

pickynews24

সুরা নাস কোরআনের ১১৪তম ও সর্বশেষ সুরা। সুরাটির আয়াত সংখ্যা ৬টি রুকু ১টি। শক্তিশালী মত হলো, সুরা নাস মদিনায় অবতীর্ণ হয়েছে, তবে কোন কোন বর্ণনায় একে মক্কায় অবতীর্ণ সুরা হিসাবেও উল্লেখ করা হয়। এ সুরায় আল্লাহ আমাদেরকে জিন ও মানুষ শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করতে শিখিয়েছেন।

সুরা নাস
(১) বলো আমি আশ্রয় চাই মানুষের রবের, (২) মানুষের অধিপতির, (৩) মানুষের ইলাহের কাছে (৪) যে নিজেকে লুকিয়ে রেখে বার বার কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট থেকে, (৫) যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, (৬) জিন হোক অথবা মানুষ হোক।

৩টি শিক্ষা ও নির্দেশনা

১. জিন ও মানুষ শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে আমাদের রব, মালিক ও ইলাহ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা আমাদের কর্তব্য। আল্লাহর আশ্রয়ই আমাদের শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে রক্ষা করতে পারে।

২. আল্লাহ আমাদের রব, মাবুদ ও ইলাহ এবংবিপদে-আপদে আশ্রয় ও শেষ ভরসা -এ বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে।

৩. শয়তান যখনই অন্তরে কুমন্ত্রণা দেয়, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। পড়তে হবে ‘আউজু বিল্লাহি মিনাশ-শাইতানির-রাজিম’ অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। হাদিসে বর্ণিত রয়েছে, একবার দুজন ব্যক্তি মদিনার মসজিদে বিবাদ করছিলো। নবিজি (সা.) বললেন, আমি এমন একটি বাক্য জানি, তারা যদি এটা বলে, তাহলে তাদের রাগ চলে যাবে। বাক্যটি হলো, ‘আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।

Related posts

ধূমপান করলে অজু ভাঙবে না, কিন্ত নিজেকে ধ্বংসে নিক্ষেপ করা হয়।

Asma Akter

মানত করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে

Asma Akter

নামাজের সময়সূচি: ৩০ এপ্রিল ২০২৪

Asma Akter

Leave a Comment