বিশ্বসর্বশেষ

মারা গেছেন কুয়েতের আমির

amir-pickynews
নভেম্বরের শেষে দিকে জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আমিরি দিওয়ানের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে আমিরের মৃত্যুর এ খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ এর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে গত মাসের শেষে দিকে জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।

কুয়েতের উপ শাসক এবং শেখ নাওয়াফের সৎ ভাই শেখ মেশাল আল আহমদ আল জাবের (৮৩) দেশটির পরবর্তী আমির হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

শেখ নাওয়াফকে ২০০৬ সালে কুয়েতের যুবরাজ ঘোষণা করা হয়েছিল। সে সময়ে কুয়েতের আমির ছিলেন তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ। ২০২০ সালের সেপ্টেম্বরে শেখ সাবাহ (৯১) মারা গেলে শেখ নাওয়াফ কুয়েতের আমির হন।

আমির হওয়ার আগে তিনি কুয়েতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৩৭ সালে জন্ম নেওয়া শেখ নাওয়াফ ছিলেন কুয়েতের প্রয়াত শাসক শেখ আহমদ আল-জাবের আল-সাবাহর (১৯২১-১৯৫০) পঞ্চম পুত্র।

শেখ নাওয়াফ ২৫ বছর বয়সে হাওয়ালি প্রদেশের গভর্নর হিসেবে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন।

Related posts

বোর্ডিং পাস ছাড়াই বিমানে শিশু: ১০ জনকে কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার

Rubaiya Tasnim

টিকটক নিয়ে দ্বন্দ্ব, বোনের গুলিতে প্রাণ হারাল বোন 

Megh Bristy

আসছে শাওমির ইলেকট্রিক গাড়ি

Megh Bristy

Leave a Comment