বাংলাদেশেসর্বশেষ

গরু আনতে’ ভারতে ঢুকায় বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

bangladesh vs india

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর পিলারের কাছাকাছি ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গার দর্শনা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান।

নিহতরা হলেন-দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০)।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান বলেন, “সাজেদুর ও খাজা গরু আনার জন্য শনিবার রাতে বারাদী সীমান্ত অতিক্রম করে ভারতে যায়।

“সেখানে গোবিন্দপুর গ্রামে প্রবেশ করার কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাদের গুলি করে হত্যা করে বলে আমরা শুনেছি।”

বিএসএফের গুলিতে নিহতরা ছয়ঘরিয়া গ্রামের গরু ব্যবসায়ী বলে ওসি বিপ্লব জানিয়েছেন।

তিনি বলেন, “গরু আনতেই ওই দুইজন ভারতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে; সেখানে ময়নাতদন্তের পর ফেরত দিতে পারে।”

Related posts

শীত এলেই জিহ্বা ফেটে যাওয়ার কারন ও করণীয়

Suborna Islam

২০০ কোটি ডলার বিনিয়োগ করছে এবার গুগল এনথ্রোপিকে

Rubaiya Tasnim

কেন অভিনয় জগত থেকে দূরে তাহসান ?

Suborna Islam

Leave a Comment