ইসলাম ধর্ম

সম্মাননা পেয়েছেন ফিচার লেখক রায়হান আহমেদ তামীম

pickynews24

বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম আয়োজিত প্রতিবেদক সম্মাননা ২০২৩ পেয়েছেন ফিচার লেখক রায়হান আহমেদ তামীম। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

লেখক ফোরামের আহ্বানে ২০২১-২০২২ সালে প্রকাশিত ফোরাম সদস্যদের পাঠানো প্রতিবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩ জন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত অন্য দুজন হলেন দৈনিক খবরের কাগজের সহ-সম্পাদক রায়হান রাশেদ এবং মাসিক নকীবের সহকারী সম্পাদক সাঈদ আবরার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়া দিগন্তের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী, গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক মাওলানা আবুল হাসান শামসাবাদী, লেখক জুবায়ের আহমদ আশরাফ, দেশ রূপান্তরের সহ-সম্পাদক ও কলামিস্ট মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক ও ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর এবং আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে রায়হান আহমেদ তামীম বলেন, ‘লেখক-সাংবাদিকদের প্রতি বড়দের দিকনির্দেশনা, বাহ্বা কিংবা সম্মাননা অনেক বেশি অনুপ্রেরণার। গত বছর সেরা ছড়াকার হিসেবে নির্বাচিত হওয়ার পর এবছর সেরা প্রতিবেদক হওয়া আমাকে সাহস জোগাবে। অনুপ্রেরণা দেবে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার।’

বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি যাত্রা শুরু করে।

এরই মধ্যে সারাদেশের প্রায় চারশ লেখক সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও দুই শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দিয়ে ইসলামি লেখক ফোরাম সব শ্রেণির লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

Related posts

নামাজ পড়ার সময় নিজে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলা যাবে?

Asma Akter

আরবিতে মাছের গায়ে লেখা আল্লাহু, এলাকাজুড়ে চাঞ্চল্য

Samar Khan

স্ত্রীর সাংসারিক কাজের সহযোগিতাই হলো একজন স্বামীর বড় গুণ

Asma Akter

Leave a Comment