ইসলাম ধর্ম

মশা-মাছির রক্ত পোশাকে লাগলে কি নাপাক হয়?

pickynews24

শীতে মশার উপদ্রব বেড়ে গেছে। মশা রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে অনেক সময় শরীরে নিচে চাপা পড়ে মারা যায় এবং শরীরে রক্ত লেগে যায়। অনেক সময় মশা মারার সময়ও পোশাকে মশার রক্ত লেগে যায়। এ অবস্থায় অনেকেই মনে করেন রক্ত যেহেতু নাপাক, তাই এ পোশাক নাপাক হয়ে গেছে। রক্তের দাগ না দেখে নামাজ পড়ে ফেললে পরে চিন্তায় পড়ে যান নামাজ হয়েছে নাকি আবার পড়তে হবে।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে মশার রক্ত নোংরা হলেও নাপাক নয়। মশা, মাছি, ছারপোকার মতো পোকামাকড়ের রক্ত নাপাক নয়। তাই মশার রক্ত পোশাকে লেগে গেলে পোশাক নাপাক হবে না। পোশাকে মশার রক্ত লেগে থাকা অবস্থায় নামাজ পড়ে ফেললে নামাজ শুদ্ধ হবে। হাসান বসরি (রহ.), আতা ইবনে আবী রাবাহ (রহ.), আবু জাফর (রহ.), উরওয়া ইবনে যুবাইর (রহ.) প্রমুখ তাবেঈ থেকে বর্ণিত রয়েছে, পোশাকে মশা-মাছির রক্ত লাগলে পোশাক নাপাক হবে না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা)

তবে মশার রক্ত পোশাকে লেগে থাকলে সেটা ধুয়ে নেওয়া বা ওই পোশাক বদলে নামাজ পড়া উত্তম। নামাজ যথাসম্ভব পরিচ্ছন্ন কাপড় পরে আদায় করা উচিত।

Related posts

অজু করার জন্য পানির পাত্রে হাত ডুবিয়ে অজু করা যাবে কি?

Asma Akter

নামাজের সময়সূচি : ১১ জানুয়ারি ২০২৪

Asma Akter

শোকর আদায় ইমানের অংশ

Asma Akter

Leave a Comment