বাংলাদেশেসর্বশেষ

কিশোরীদের সঙ্গে প্রতারণা ,গেমসের ফাঁদে ফেলে

pubge-freefire-pickynews24

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমসের কমিউনিটিতে পাবজিফ্রি ফায়ার খেলার গ্রুপে ফাঁদ পেতে কিশোরী তরুণীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাসিউর রহমান শিশির নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভুক্তভোগী এক কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার গাজীপুরের জয়দেবপুর থানার মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, অনলাইনে বেশ কিছু গেমস খেলতে পার্টনার প্রয়োজন হয়। শিশির গত কয়েক বছর ধরে উঠতি বয়সি কিশোরীদের গ্রুপে গেমস খেলার জন্য সংগ্রহ করে তার পার্টনার হয়ে গেম খেলার সুযোগে সে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করত। এরপর কৌশলে মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, ইনস্টাগ্রাম আইডি ও ফেসবুক আইডিতে সংযুক্ত হতো। বন্ধুত্ব চলাকালে তাদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে কথা বলত।

হারুন অর রশীদ আরও বলেন, এক সময় তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও পাঠিয়ে অনৈতিক কাজে প্রলুব্ধ করত। এরপর তা দৃশ্য স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করত। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আরও ছবি ও ভিডিও করতে বাধ্য করত।

ডিবি কর্মকর্তা বলেন, পরে এগুলোকে হাতিয়ার বানিয়ে আরও আপত্তিকর ছবি-ভিডিও ও টাকা-পয়সা আদায় করত। গত এক বছরে অন্তত ২০ কিশোরী শিশিরের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে।

Related posts

সেবার বাইরে ৪০ শতাংশ, গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেটে বড় ক্ষতি

Samar Khan

মেয়ের বিয়েতে সাবেক দুই স্ত্রীর সাথে আমিরের এ কি কাণ্ড ?

Suborna Islam

কীভাবে হলো আগুন আবিষ্কার?

Samar Khan

Leave a Comment