টেক নিউজসর্বশেষ

আইফোনের ‘ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে’, কি সমাধান দিল অ্যাপল ?

iphone_pickynews

কয়েকদিন আগেই আইওএস (আইফোন অপারেটিং সিস্টেম) ১৭.২ সংস্করণ নিয়ে এসেছে অ্যাপল। কিন্তু এই আপডেট ইন্সটল করার পর আইফোনে কিছু ত্রুটি ধরা পড়েছে। আর তাই এক সপ্তাহ না যেতেই অ্যাপলকে আইওএসের নতুন সংস্করণ আনতে হলো।

আইওএস ১৭.২.১ সংস্করণ আনার বিষয়ে দুই ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাপল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে ত্রুটির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে চীন ও জাপানের বিজ্ঞপ্তিতে ‘ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার’ ত্রুটির কথা বলা হয়েছে।

এক্স প্ল্যাটফর্মে এই দুই সংবাদ বিজ্ঞপ্তির অসংগতি তুলে ধরেছেন আইএসভিত্তিক ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর ব্র্যান্ডন বুচ।

আইওএস ১৭.২. ১ সংস্করণ ইনস্টল করার জন্য আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে।

ইতিমধ্যে আইওএস ১৭.৩ সংস্করণের বেটা টেস্টিং শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই আপডেট আসার সম্ভাবনা রয়েছে। আইওএস ১৭.৩ সংস্করণের নতুন নিরাপত্তা বিষয়ক অপশন ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ ও অ্যাপল মিউজিক প্লেলিস্টে কলাবরেটিভ অপশন পাওয়া যাবে।

যদিও  ফিচার দুটি গত সপ্তাহে উন্মোচন হওয়া আইওএস  ১৭.২ সংস্করণে থাকার কথা ছিল। তবে নতুন জার্নাল অ্যাপ ছাড়াও স্প্যাশিয়াল ভিডিও, অ্যাকশন বাটনে ট্রান্সলেশনের নতুন অপশন, কন্টাক্ট কি ভেরিফিকেশনের মতো মজার মজার নতুন ১৭টি ফিচার আইওএস ১৭.২ সংস্করণে যুক্ত করেছে অ্যাপল।

এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই ২০২০,১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে নতুন আপডেটগুলো ইনস্টল করা যাবে।

তথ্যসূত্র: ম্যাকরিউমার

Related posts

যে দেশের পুরুষরা,(বউ বাজার) থেকে টাকা দিয়ে কেনেন বউ

Asma Akter

সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করতে পারেন পাটিসাপটা

Asma Akter

মানুষের মাসে গড় আয় এখন ৭৬১৪ টাকা

Mehedi Hasan

Leave a Comment