সর্বশেষসারাদেশ

প্রাইভেটকারে বাসের ধাক্কা, ২ গাড়িতেই আ’গু’ন

accident_pickynews

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়ছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ উল্লাহ মানিকগঞ্জের সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের মানিকগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন ও প্রাইভেটকারে থাকা তিন ভাই আহত হন। আহতরা হলেন মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন ছেলে ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)।

আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সকালে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন বলে জানা গেছে।

Related posts

নদীর তলদেশ থেকে উঠে এল মরদেহ সঙ্গে ৫০ কেজির বাগাড় মাছ

Megh Bristy

যুক্তরাজ্যের পানিতে মিলল নতুন প্রজাতির একটি সামুদ্রিক প্রাণীর সন্ধান

Megh Bristy

সেবার বাইরে ৪০ শতাংশ, গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেটে বড় ক্ষতি

Samar Khan

Leave a Comment