ইসলাম ধর্মসর্বশেষ

নাপাকি দূর করার জন্য অজুর ব্যবহৃত পানি দিয়ে নাপাকি দূর করা যায় না

pickynews24

অজু বা গোসলে ব্যবহৃত পানি দিয়ে অজু বা গোসল করা যায় না, তবে বাহ্যিক নাপাকি দূর করা যায়। অর্থাৎ শরীরে লেগে থাকা কোনো নাপাকি ব্যবহৃত পানি দিয়ে ধুলে শরীর পবিত্র হবে কিন্তু কারো অজু না থাকলে বা গোসল ফরজ হলে ব্যবহৃত পানি দিয়ে অজু-গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে না।

যে পানি দিয়ে শরীরের নাপাকি ধোয়া হয়েছে এবং নাপাকি পানিতে মিশেছে, ওই পানি নাপাক বা অপবিত্র। শরীরে বাহ্যিক কোনো নাপাকি না থাকলে অজু বা ফরজ গোসলে ব্যবহৃত পানি অপবিত্র হবে না। শরঈ পরিভাষায় এ রকম পানিকে ব্যবহৃত পানি বা মায়ে মুস্তামাল বলা হয়।

সাধারণত অজু-গোসলে ব্যবহৃত পানি মানুষ ফেলেই দেয়। তবে পানির সংকটের সময় কাপড়ে বা শরীরে লেগে থাকা নাপাকি ব্যবহৃত পানির মাধ্যমে দূর করার প্রয়োজন দেখা দিতে পারে।

Related posts

জয়া অভিনীত ‘দশম অবতার’ মুক্তির আগেই টিকেট বিক্রিতে সর্বোচ্চ রেকর্ড

Samar Khan

‘সেরা বাঙালি’র পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী

Megh Bristy

যার কেন্দ্রে জাহাজ নিয়ে যাওয়া যায়,সেটি হল পৃথিবীর একমাত্র আগ্নেয়গিরি

Asma Akter

Leave a Comment