ইসলাম ধর্ম

জেনে নিন নবী-রাসূলদের পেশা কি ছিল

pickynews24

নবী-রাসূলগণ জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো পেশা গ্রহণ করতেন, তাঁরা অন্যের উপর নির্ভরশীল হতেন না; বরং স্বীয় হস্তে অর্জিত রিজিক ভক্ষণ করাকে পছন্দ করতেন। মহানবী সা:-কে প্রশ্ন করা হয়েছিল- কোন ধরনের উপার্জন উত্তম? তিনি প্রত্যুত্তরে বলেছেন, ‘ব্যক্তির স্বহস্তে অর্জিত অর্থ এবং সৎ ব্যবসায় (সুয়ুতি আদ-দুররুল মানসুর খণ্ড, পৃষ্ঠা-২২০)।

১. হজরত আদম আ:- তিনি ছিলেন একজন কৃষক।

২. হজরত শীস আ:- তিনি পিতা হজরত আদম আ:-এর মতো কৃষক ছিলেন।

৩. হজরত ইদরিস আ:- তাঁর পেশা ছিল কাপড় সেলাই করা

৪. হজরত নূহ আ:- তিনি ছিলেন কাঠমিস্ত্রি।

৫. হজরত হুদ আ:- তাঁর পেশা ছিল ব্যবসায় ও পশুপালন।

৬. হজরত সালেহ আ:- তাঁর পেশাও ছিল ব্যবসায় ও পশুপালন।৭. হজরত লুত আ:- তাঁর সম্প্রদায়ের লোকেরা চাষাবাদের সাথে জড়িত ছিল।

৮. হজরত ইবরাহিম আ:- তিনি জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসায় আবার কখনো পশুপালন করতেন।

৯. হজরত ইসমাইল আ:- তিনি পশু শিকার করতেন

১০. হজরত ইয়াকুব আ:- তাঁর পেশা ছিল ব্যবসায়, কৃষিকাজ ও পশুপালন।

১১. হজরত ইউসুফ আ:- তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন।

১২. হজরত শোয়াইব আ:- তাঁর পেশা ছিল পশুপালন ও দুধ বিক্রি।

১৪. হজরত দাউদ আ:- তিনি ছিলেন রাজা ও নবী। সহিহ বুখারির ব্যবসায় অধ্যায়ে রয়েছে যে, দাউদ আ: নিজ হাতে উপার্জন করে খেতেন।

১৫. হজরত মূসা আ:- তিনি ছিলেন একজন রাখাল।

১৬. হজরত হারুন আ:- তাঁর পেশাও ছিল পশুপালন।

১৭. হজরত ইউনূস আ:- তাঁর গোত্রের লোকদের পেশা ছিল চাষাবাদ। তাঁর পেশাও ছিল চাষাবাদ।

১৮. হজরত জাকারিয়া আ:- ছিলেন কাঠমিস্ত্রি। ১৮. হজরত আইউব আ:- তাঁর পেশা ছিল গবাদিপশু পালন।

১৯. হজরত ইয়াহইয়া আ:- তিনি জীবনের একটি সময় জঙ্গলে ও জনহীন স্থানে কাটিয়েছিলেন। আহার হিসেবে তিনি বৃক্ষের লতা-পাতা ভক্ষণ করতেন (

২০. হজরত মুহাম্মদ সা:- ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী।

 

Related posts

ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানোর ক্ষেত্রে সহিহ হাদিস কি বলে।

Asma Akter

রাগ মানুষের একটি খারাপ প্রবৃত্তি

Asma Akter

যে নিচে তার দিকে তাকানো

Asma Akter

Leave a Comment