রেসিপি

মাছের ডিমের রিসিপি

pickynews24

উপকরণ: মাছের ডিম ১৫০ গ্রাম, আলু কিউব করে কাটা আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচের কুচি ১ চা–চামচ, গুঁড়া মরিচ আধা চা–চামচ, আদাবাটা আধা চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, জিরাগুঁড়া আধা চা–চামচ, গরম মসলার গুঁড়া ১ চিমটি, সয়াবিন তেল আধা কাপ, হলুদ ১ চা–চামচের তিন ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো।

প্রণালি: একটি পাত্রে সয়াবিন তেল গরম করে আলু, গুঁড়া মরিচ আর লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নিন। এই তেলেই পেঁয়াজকুচি বাদামি করে ভেজে এর মধ্যে আদা ও রসুনের বাটা, কাঁচা মরিচ, জিরাগুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিয়ে মাছের ডিম দিন। ডিম ভালোভাবে সেদ্ধ হলে ভাজা আলু দিয়ে ৫ মিনিট রান্না করুন। প্রয়োজনে সামান্য পানি দিন। রান্না হয়ে এলে গরম মসলার গুঁড়া দিয়ে আরও ৩ মিনিট রান্না করুন। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে একটু নেড়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওর সঙ্গে পরিবেশন করুন।

Related posts

জেনে নিন রেসিপি,বাঁধাকপির পাকোড়া

Asma Akter

চিকেন চাপ তৈরির রেসিপি

Asma Akter

ছোলার ডাল দিয়ে রুই মাছ রান্নার রিসিপি

Asma Akter

Leave a Comment