তথ্যপ্রযুক্তি

কিউআর কোড তৈরি করা খুবই সহজ

pickynews24

অনেকেই ভিজিটিং কার্ড কিংবা নিমন্ত্রণপত্রে বাড়ি বা অফিসে ঠিকানা যুক্ত করেন। যেন নিমন্ত্রিতরা খুব সহজেই বাড়ি চিনতে পারেন। কিংবা যাকে ভিজিটিং কার্ড দিচ্ছেন সে যেন অফিসের ঠিকানা খুঁজে পান সহজেই। কিউআর কোড স্ক্যান করেই অনেকে যথাযথ লোকেশনে পৌঁছে যেতে পারেন।

কিউআর কোড তৈরি করা খুবই সহজ। আপনি নিজেই ঘরে বসে তা করে নিতে পারেন। এজন্য একটা মোবাইল বা কম্পিউটার লাগবে। আর দরকার হতে পারে একটি কিউআর কোড জেনারেটরের, যা আপনি গুগলে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেই পেতে পারেন।

দেখে নিন কীভাবে নিজের ঠিকানার কিউআর কোড তৈরি করবেন-

প্রথমেই আপনার ডিভাইস থেকে গুগল ম্যাপস খুলুন।

যে ঠিকানার কিউআর কোড তৈরি করতে চান, সেটিকে গুগল ম্যাপস থেকে সিলেক্ট করুন।

ম্যাপ থেকে সেই লোকেশনটি মার্ক করুন।

গুগল ম্যাপস থেকে আপনার সেই লোকেশনের লিঙ্কটি কপি করে নিন।

এবার গুগল থেকে সার্চ করে এমই- কিউআর কোড জেনারেটর সাইটটি খুলুন।

আপনার লোকেশনের লিঙ্কটি দিয়ে দিন।

এখানেই এরপর আপনাকে জেনারেট কিউআর কোড বাটনটিতে ক্লিক করতে হবে।

এভাবেই আপনার ঠিকানার কিউআর কোড তৈরি করতে পারবেন। আপনার লোগোটি কাস্টমাইজও করতে পারেন বা নিজস্ব একটি লোগোও দিয়ে দিতে পারেন।

Related posts

ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান পদে পুনর্বহাল

Rubaiya Tasnim

ব্যাঙ্ক অ্যাকাউন্টের লক্ষ লক্ষ টাকা উধাও ফটো এডিটিং অ্যাপ থেকেই

Rubaiya Tasnim

বাজারে এল সস্তার ই-বাইক, 171 Km রেঞ্জে Splendor

Rubaiya Tasnim

Leave a Comment