জাতীয়সর্বশেষ

চট্টগ্রামে বাবাকে মারধরের মামলায় ছেলের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন

pickynews24

চট্টগ্রামে বাবাকে মারধরের মামলায় জিকু চৌধুরী (৩৮) নামের এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জিকু চৌধুরী নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার ডা.মুকুল শীলের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জিকু চৌধুরীকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস এবং ৩২৫ ধারায় একই ভাবে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের আদেশে আদালত উভয় ধারার দণ্ড একত্রে চলবে উল্লেখ করেছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নগরীর পাহাড়তলী থানাধীন ছদু চৌধুরী রোডের উপশম ফার্মেসিতে ডা. মুকুল শীলকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেন তার ছেলে জিকু চৌধুরী। এতে বাধা দিলে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে মুকুল শীলের বাম হাতে গুরুতর জখম করেন জিকু। এরপর মুকুল শীল চিকিৎসাধীন থাকা অবস্থায় ফার্মেসির তালা ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান আসামি। পরবর্তী সময়ে ভয়ভীতি দেখিয়ে বাবার কাছ থেকে ২০ লাখ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেন।

এ ঘটনায় মুকুল শীল বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। মামলায় ২০২১ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২৩ সালের ২৩ মে আদালত অভিযোগ গঠন করে। বিচার চলাকালে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।

Related posts

স্যামসাংয়ের পর অ্যাপল পণ্যে সতর্কতা

Suborna Islam

‘ড. ইউনূসকে সাজা দিয়েছেন আদালত,আওয়ামী লীগ নয়’:ওবায়দুল কাদের

Megh Bristy

আজ বিটিএসের RM ও V আর্মিতে ভর্তি হয়েছে

Megh Bristy

Leave a Comment