বাংলাদেশেসর্বশেষ

আগামী ৬,৭ জানুয়ারি বান্দরবানে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

pickynews24

 

বান্দরবানে আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৬ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২ টা হতে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। সেই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নৌযান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া, প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

এছাড়া এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Related posts

এসইও মার্কেটিং কি? কত প্রকার ও কি কি ব্যাখ্যা কর।

Megh Bristy

চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনারে জুতা পরা অবস্থায় দেখা গেছে

Asma Akter

মানসিক স্বাস্থ্যসেবা,২৯ টাকার কার্ডে মিলবে

Asma Akter

Leave a Comment