বাংলাদেশেসর্বশেষ

সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ফয়জুল, মাশরাফীকে সমর্থন দিয়ে!

Masrafi-pickynews24

শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে সমর্থন জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নড়াইল-২ এর স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটু।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফয়জুল আমির লিটু তার শহরের নিজস্ব বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি লিভারের রোগে আক্রান্ত। তার লিভারের নতুন একটি রিপোর্ট খুব খারাপ এসেছে। এতে তার পরিবার তাকে এই নির্বাচনে অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছেন। এ ছাড়াও আপিল বিভাগ থেকে গতকাল নির্বাচনে অংশগ্রহণে প্রার্থিতা ফিরে পেয়েছেন বলেও জানান তিনি। তবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় নেই বলে মনে করেন এ প্রার্থী। তাই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে সমর্থন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, তাকে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়নি, তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যে কদিন নির্বাচনের মাঠে ছিলেন সে কদিন প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা পেয়েছেন।

এ সময় নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Related posts

ছেলেরা কেন বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে ?

Megh Bristy

হিট স্ট্রোক কি? হিট স্ট্রোকের কারণ ও প্রতিকার।

Megh Bristy

লেনোভোর তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে

Rubaiya Tasnim

Leave a Comment