জাতীয়

ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার জয়

pickynews24

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি.এম. কবিরুল হক মুক্তি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৭৫৪ ভোট। এ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট, জাতীয় পার্টির (জেপি) শামিম আরা পারভীন ইয়াসমীন (বাইসাইকেল প্রতীক) পেয়েছেন ৫১৩ ভোট, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালী আঁশ প্রতীক) পেয়েছেন ৫৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদাত হোসেন (মাথাল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৩১ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল প্রতীক) পেয়েছেন ৮৮১ ভোট।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান (ফিরোজ) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯০৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপির প্রার্থী মো. মনিরুল ইসলাম আম প্রতীকে ৫৮০ ভোট, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. লতিফুর রহমান মাছ প্রতীকে ৫৮২ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমান মিনার প্রতীকে ১ হাজার ৮৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির (লিটু) ট্রাক প্রতীকে ৩৫৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. নুর ইসলাম ঈগল প্রতীকে ১ হাজার ৩৬৩ ভোট পেয়েছেন।

সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং কালিয়া পৌরসভাসহ কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-১ আসন।এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন প্রার্থী এবং স্বতন্ত্র ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন।

লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন, লোহাগড়া ও নড়াইল পৌরসভাসহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। এ আসনে ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী রোবার রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে নড়াইল-১ আসনে বি.এম. কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মর্তুজার নাম ঘোষণা করেন। এ জেলার দুটি আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।

নির্বাচনে জয়ের পর মাশরাফিকে তার এলাকার ভোটার ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টি বিতরণ করেন।

Related posts

তুলনামূলক বেশি বয়সে বিয়ে করতে পছন্দ করেন সিলেটের ছেলেমেয়েরা, কিন্তু কেন ?

Suborna Islam

প্রবাসী নারীর স্বামী বাড্ডায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন

Asma Akter

‘একতরফা’ নির্বাচনের প্রতিবাদে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

Asma Akter

Leave a Comment